এবারের বিপিএলে ৭ দলের অধিনায়ক

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 17, 2024, 7:57 p.m.
এবারের বিপিএলে ৭ দলের অধিনায়ক

৭ দলের অংশগ্রহণে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। টুর্নামেন্ট শুরুর ২ দিন আগে নিশ্চিত হওয়া গেছে এই ৭ দলের নেতৃত্বে কারা আছেন।সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে আছেন মাশরাফি বিন মুর্তজা। তবে সাকিব আল হাসান দলে থাকলেও রংপুর রাইডার্সের নেতৃত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। সাকিব অবশ্য নিজেই অধিনায়ক হতে চাননি। চাপমুক্ত হয়ে খেলতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। দুর্দান্ত ঢাকার নেতৃত্বভার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের ঘাড়ে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হ্যাটট্রিক শিরোপা জেতালেও এবার আর অধিনায়ক করা হয়নি ইমরুল কায়েসকে। দলটির নেতৃত্ব এবার দেবেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। একাদশে সমন্বয়ের জন্য কিছু ম্যাচে বসিয়ে রাখা হতে পারে ইমরুলকে, তাই লিটনকেই বাছা হয়েছে।  এবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক করা হয়েছে শুভাগত হোমকে। খুলনার দায়িত্ব পেয়েছেন এনামুল হক বিজয়। আর ফরচুন বরিশালের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ তামিম ইকবাল। যদিও তার চোট নিয়ে কিছুটা শঙ্কা থেকেই গেছে। 


আরও পড়ুন