সৌদি আরবে ১৬ জুন ঈদুল আজহা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 6, 2024, 10:49 p.m.
সৌদি আরবে ১৬ জুন ঈদুল আজহা

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

 

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে। এই বছর পবিত্র আরাফাহ দিবস পালিত হবে ১৫ জুন।

ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেন। এছাড়া আরাফাহর দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন। এই দিনটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

সৌদি আরবে ঈদুল আজহা সাধারণত তিন দিন ধরে উদযাপিত হয়। ছুটির প্রথম দিনে মুসলমানরা কোরবানি দেন এবং আত্মীয়স্বজনের সাথে সময় কাটান। দ্বিতীয় দিনে তারা বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সাথে দেখা করেন। তৃতীয় দিনে তারা কাজে ফিরে যান। এই বছর সৌদি আরবে ঈদুল আজহা ১৬ জুন শুক্রবার পড়ছে। ছুটির দিনগুলো হলো ১৬, ১৭ ও ১৮ জুন।

এছাড়া, সৌদি আরবের সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের জন্য ছুটির দিনগুলোতে বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ছুটির এই বিশেষ সময়ে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রমও আয়োজন করা হবে, যা দেশটিতে ঈদ উদযাপনকে আরও আনন্দমুখর করে তুলবে।


আরও পড়ুন