প্রথম মুসলিম দেশ হিসেবে যুদ্ধবিমান বানিয়েছে তুরস্ক

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Feb. 26, 2024, 7:36 p.m.
প্রথম মুসলিম দেশ হিসেবে যুদ্ধবিমান বানিয়েছে তুরস্ক

টিএআই প্রধান টেমেল কোটিল এক্স বার্তায় জানিয়েছেন, বুধবার কান ১৩ মিনিট আকাশে ছিলো। এই সময় এটি ৮ হাজার ফুট উচ্চতায় ২৩০ নট গতিতে উড়ে।কানের সফল উড্ডয়নের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেন, নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট তৈরির ক্ষেত্রে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করলো।কান তৈরির প্রকল্প শুরু হয়েছিল ২০১৬ সালে। ২০২৩ এ এই জেটটি রানওয়েতে পরীক্ষামূলক চলানো হয়।২১ মিটার দৈর্ঘ্যে বিমানটিতে দুইটি ইঞ্জিন। এটি সর্বোচ্চ ম্যাক ১.৮ গতিতে ছুটতে পারবে। ম্যাক হলো শব্দের গতি পরিমাপের একক। অর্থাৎ এই যুদ্ধ বিমানের গতি শব্দের চেয়ে বেশি।কান-এর মাধ্যমে তুরস্ক যুদ্ধ বিমান তৈরিতে সক্ষম হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে প্রবেশ করছে। এটির লক্ষ্য তুর্কি বিমান বহরকে পুনরুজ্জীবিত করা।


আরও পড়ুন