জলবায়ু পরিবর্তনের প্রভাব এড়াতে বৃক্ষরোপণ জরুরি-অর্থমন্ত্রী

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: July 13, 2024, 9:49 p.m.
জলবায়ু পরিবর্তনের প্রভাব এড়াতে বৃক্ষরোপণ জরুরি-অর্থমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন থেকে দেশকে রক্ষা করতে গাছ লাগানোর বিকল্প নেই। আজ শনিবার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ব্র্যাকের পক্ষ থেকে 'সবুজ দেশ' শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, "গাছগুলি উপকূলীয় মানুষকে বিভিন্ন সময়ে সৃষ্ট ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে। প্রতিবারই আমরা সুন্দরবনকে বাংলাদেশকে রক্ষা করতে দেখি। আমরা আমাদের অঞ্চলের উপকূলে গাছ লাগিয়ে মানুষকে বাঁচাতে চাই। পরিবেশ রক্ষায় আমাদের সকলকে যুক্ত হতে হবে।"

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা পৃথিবীতে থাকব না, তবে লাগানো গাছগুলি যুগ যুগ ধরে থাকবে। এটি পৃথিবীতে অক্সিজেন সরবরাহ করে। জলবায়ু পরিবর্তন থেকে দেশকে রক্ষা করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে অন্তত তিনটি বন, ফল ও ভেষজ গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন।"

বৃক্ষরোপণের মতো কর্মসূচি আয়োজনের জন্য অর্থমন্ত্রী ব্র্যাককে ধন্যবাদ জানান। 'সবুজ-ই-সাজাই দেশ' কর্মসূচির আওতায় ব্র্যাক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ হাজার চারা বিতরণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. ইনামুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ। ব্র্যাকের পক্ষ থেকে অরিঞ্জয় ধর, সিনিয়র ডিরেক্টর, মাইক্রোফাইনান্স প্রোগ্রাম, মো. বেলায়েত হোসেন ও উপ-প্রোগ্রাম প্রধান মো. চৌধুরীও উপস্থিত ছিলেন।


আরও পড়ুন