প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 14, 2024, 8:43 p.m.সোনার গয়না কেনা-বেচায় নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার গয়না বিক্রির ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ করেছে তারা। সম্প্রতি এক বৈঠকে বাজুস সোনা ক্রয়-বিক্রয়ের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এখন, আপনি যখন সোনার গয়না বিনিময় করবেন বা বিক্রি করবেন, তখন একটি নির্দিষ্ট শতাংশ কেটে নেওয়া হবে। সোনা বিক্রির ন্যূনতম মজুরিও নির্ধারণ করা হয়েছে।
বিভিন্ন দেশে স্বর্ণ ক্রয়-বিক্রয়ের বিভিন্ন নিয়ম রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সব জুয়েলার্সকে নতুন এই নিয়ম মেনে চলতে বলেছে। বর্তমানে বাংলাদেশে সোনার দাম ক্যারেট ভেদে ভিন্ন ভিন্ন। নতুন নিয়ম অনুযায়ী, স্বর্ণালংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ যাবে। যা আগে স্বর্ণালংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ১৩ শতাংশ বাদের নিয়ম কার্যকর ছিল।
বাজুস জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণালংকার বিক্রির সময় ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।স্বর্ণালংকার বিক্রির সময় ভারতে ১২ শতাংশ, শ্রীলঙ্কায় ৮ শতাংশ, চীনে ১৫ শতাংশ, ইতালিতে ২০ শতাংশ, হংকংয়ে ৩০ শতাংশ, মালয়েশিয়ায় ৩৫ শতাংশ, অস্ট্রেলিয়ায় ২০ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ শতাংশ, যুক্তরাজ্যে ১৪ শতাংশ পর্যন্ত মজুরি গ্রহণ করা হয় বলেও জানিয়েছে বাজুস।
বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে স্বর্ণালংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদের নিয়ম কার্যকর এবং স্বর্ণালংকার বিক্রির সময় ক্রেতার কাছ থেকে ৬ শতাংশ মজুরি নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৫ হাজার ৯৬০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৭৯ হাজার ৩৩৯ টাকায়।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week