প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 23, 2024, 12:27 a.m.রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকায় র্যাব-৩ আজ সকালে একটি অভিযান চালিয়ে হাতবোমা তৈরির একটি কারখানা থেকে ৬৫টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা টেকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালান। পরে বাড়িটি ঘিরে তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে একজন এর আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিল বলে জানা গেছে।প্রাথমিক ধারণা, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই এই হাতবোমাগুলো তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় র্যাব মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week