সাভারে 'পুঁতে রাখা' মরদেহ খুঁজে বের করতে গোয়েন্দা পুলিশের অভিযান

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 11, 2024, 10:48 a.m.
সাভারে 'পুঁতে রাখা' মরদেহ খুঁজে বের করতে গোয়েন্দা পুলিশের অভিযান

ঢাকার সাভারের আনন্দপুর এলাকায় একটি বাড়িতে মাদক ব্যবসায়ী স্বপনের বিরুদ্ধে এক বছর আগে নিখোঁজ যুবক তোফাজ্জল হত্যার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) দিনভর অভিযান চালিয়েছে। তোফাজ্জলের পরিবারের দাবি, তাদের ছেলেকে মাদক কারবারে বাধা দেওয়ার কারণেই হত্যা করা হয়েছে।

গত বছরের ১৯ এপ্রিল, গার্মেন্টস শ্রমিক তোফাজ্জল হোসেন টোনো নিখোঁজ হন। দীর্ঘদিন খোঁজ না পেয়ে তার পরিবার সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। এক বছরেরও বেশি সময় অতীত হলেও তোফাজ্জলের কোনো সন্ধান মেলে না। সোমবার, আনন্দপুর এলাকায় মাদক ব্যবসায়ী স্বপনের বাড়িতে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশ। টোনোর পরিবারের ধারণা, তাদের ছেলেকে হত্যার পর মরদেহ স্বপনের বাড়িতে পুঁতে রাখা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্বপন দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক কারবার চালিয়ে আসছে।

সোমবার সন্ধ্যা নামার পর নিরাপত্তার কারণে তল্লাশি অভিযান স্থগিত করা হয় এবং মঙ্গলবার সকালে আবারও তল্লাশি চালানোর কথা রয়েছে। ডিবি পুলিশ মরদেহ উদ্ধারের বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে ডিবি পুলিশ স্বপন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করছে। নিহত তোফাজ্জলের পরিবার দ্রুত বিচারের দাবি জানিয়েছে।


আরও পড়ুন