প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 16, 2024, 12:49 p.m.মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের রামানন্দকাটি সূইতলা পাড়ার পাঁচটি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। পরে খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শালিখা উপজেলা সদর আড়পাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রান্না করার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছ। আগুনে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ড়ির মালিক আকবর হোসেনের স্ত্রী জানান রান্না ঘরের চুলার আগুন থেকে পাটকাঠির গাদায় আগুন লাগে পরে তা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week