গুগল সার্চে রোনালদোর চেয়ে মেসি এগিয়ে

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 1, 2024, 5:56 p.m.
গুগল সার্চে রোনালদোর চেয়ে মেসি এগিয়ে

২০২৩ সালের শেষ দিনে সর্বোচ্চসংখ্যক কোন ক্লাবগুলোকে নিয়ে গুগলে সার্চ করা হয়েছে সেটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে সার্চ করা সেরা ক্লাবগুলোর নাম। আর সেখানে রোনালদোর ক্লাবকে টপকে গিয়েছে মেসির ক্লাব।

গেল বছর গুগল এ সার্চ করার দিক থেকে সবার ওপরে রয়েছে সর্বোচ্চ সংখ্যক চ্যাম্পিয়নস লিগ জয়ী ক্লাব রিয়াল মাদ্রিদ। মাসে গড়ে প্রায় চার কোটি ৪৫ লাখ বার ক্লাবটিকে সার্চ করেছেন নেটিজেনরা। স্পেনের এই ক্লাবটি গত বছর লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও টুর্নামেন্টে লড়েছেন সবার ওপরের ক্লাবগুলোর সাথে, জিতেছেন উয়েফা সুপার কাপ ও কোপা দেল’রের মতো টুর্নামেন্ট। যে কারণে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রিয়াল মাদ্রিদ।লিস্টের তিন নম্বর ক্লাবটি যেটা আছে সেটার নাম শুনলে অনেকে হয়তো অবাক হতে পারেন। ইউরোপের বড় বড় ক্লাব কে পেছনে ফেলেছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। চ্যাম্পিয়নস লিগ খেলা এই ক্লাবটিকে প্রতি মাসে গড়ে সার্চ করা হয়েছে তিন কোটি ২৪ লাখ বার করে।


আরও পড়ুন