বাতিল সাদিক আব্দুল্লাহর বরিশাল-৫ আসন টিকলেন জাহিদ ফারুক,

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 15, 2023, 12:06 p.m.
বাতিল সাদিক আব্দুল্লাহর বরিশাল-৫ আসন টিকলেন জাহিদ ফারুক,

 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে সংস্থাটি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ইসিতে আপিল শুনানি শেষে জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করা হয়।

 

আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা এই রায় ঘোষণা করেন।

বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী বরিশাল সিটির সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আপিলে জাহিদ ফারুক ও তার স্ত্রী-সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানে বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল। 


আরও পড়ুন