প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 1, 2024, 1:16 p.m.সবার আগে ২০২৪ সালকে স্বাগত জানায় অকল্যান্ড ও সিডনি শহর। জমকালো আতশবাজি দিয়ে অকল্যান্ডের স্কাই টাওয়ারে নতুন বছরকে প্রথম বরণ করে নেয় নিউজিল্যান্ডের ১০ লাখের বেশি বাসিন্দা।
আর সিডনিতে নববর্ষের উদযাপনের অংশ হিসেবে সিডনি অপেরা হাউজ এবং হারবার ব্রিজের আকাশ আতশবাজিতে ছেয়ে যায়। ১২ টা বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে সিডনিবাসী।
এরপর এক এক করে বিভিন্ন দেশের নাগরিকরা ইংরেজি নববর্ষ উদযাপন করতে থাকে। লন্ডনে, আতশবাজি দেখতে টেমস নদীর তীরে লাখের বেশি মানুষ জড়ো হয়। আলোকসজ্জার মাধ্যমে নিরাপত্তার সঙ্গে নতুন বছরকে বরণ করে নেয় ফ্রান্স। জাপানে, নতুন বছরকে স্বাগত জানাতে স্থানীয় মানুষ মন্দিরে জড়ো হয়। রাতে ১২টা বাজার সঙ্গেই মন্দিরে ঘণ্টা বেজে ওঠে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week