কুমিল্লার সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 4, 2024, 11:47 a.m.
কুমিল্লার সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত

মঙ্গলবার (৪ জুন) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক মো. সাগর (২৬) ও হেলপার বেলাল হোসেন (২৫) নিহত হয়েছেন। সাগর কুড়িগ্রামের রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার আশরাফুল ইসলামের ছেলে এবং বেলাল ছিলেন তার সহকারী। ভোরে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান ছুপুয়া এলাকায় নষ্ট হলে চালক ও হেলপার অপর একটি কাভার্ডভ্যানের সাহায্য নেন।

নষ্ট কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়ার জন্য তারা অন্য কাভার্ডভ্যানের সামনে পাইপ লাগাতে গেলে পিছন থেকে আরেকটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয়। এতে দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন চালক ও হেলপার। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনাকবলিত তিনটি কাভার্ডভ্যান আটক করেছে এবং ঘাতক কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তাদের স্বজনরা আসলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই দুর্ঘটনায় দুজন যুবকের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দ্রুত পলাতক চালক ও হেলপারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।


আরও পড়ুন