ওমরাহ করতে গিয়েছেন শাকিব খান

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 3, 2024, noon
ওমরাহ করতে গিয়েছেন শাকিব খান

ওমরাহ পালনের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই চিত্রনায়ক। এর আগেও অনেকবার ওমরাহ পালন করেছেন শাকিব।

নতুন বছরে শাকিব অভিনীত ৩টি ছবি আসার কথা। তার অ্যাকশন ধাঁচের সিনেমা তুফানের শুটিং শুরু হবে মার্চ থেকে। ছবিটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে বলে জানা গেছে।ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফিরবেন শাকিব। ফিরেই তার অভিনীত প্রথম সর্ব-ভারতীয় সিনেমা দরদ-এর ডাবিংয়ে অংশগ্রহণ করতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’ ছবির শুটিং করবেন। ইতোমধ্যে চলচ্চিত্রটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই সম্পন্ন। জানুয়ারির শেষে যুক্তরাষ্ট্রে বাকি অংশের শুটিং হবে।

 

 

 
 

আরও পড়ুন