প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 29, 2024, 10:36 p.m.পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গত কয়েক সপ্তাহ ধরে অসংখ্য জেলিফিশ ভেসে আসছে। এসব জেলিফিশ শরীরে লাগলেই একদিকে যেমন চুলকানি হচ্ছে, তেমনি পঁচে গিয়ে সৈকত এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।স্থানীয় জেলে রহমত মিয়া বলেন,‘লাখ লাখ জেলিফিশ। এত জেলিফিশ আমরা আগে কখনো দেখিন।’কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে হঠাৎ এত জেলিফিশ ভেসে আসার কারণ কী? পরিবেশগত দিকে থেকে এটি কি খারাপ কিছুর ইঙ্গিত বহন করছে?গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে থেকে সমুদ্র সৈকতে ঝাঁকে ঝাঁকে জেলিফিশ ভেসে আসছে বলে জানিয়েছেন কুয়াকাটার স্থানীয় বাসিন্দারা।সৈকতের বালিতে আটকে থাকা এসব জেলিফিশ মরে-পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে।মূলত: জেলিফিশ আটকে জালের ওজন বেড়ে যাওয়ায় অনেক সময় সেটি টেনে নৌকায় তুলতে পারেন না জেলেরা।ফলে তারা জাল কেটে ফেলতে বাধ্য হন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week