প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 4, 2024, 6:40 p.m.চট্টগ্রামের কর্ণফুলীতে এস.আলম চিনির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার ইছানগর এলাকার এস. আলম গ্রুপের চিনির কারখানায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্ণফুলী, আনোয়ারা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন মিলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week