প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: June 11, 2024, 11:07 a.m.কুরবানির পশুর গলায় মালা পরানো: ইসলামের দৃষ্টিভঙ্গি
নিসাব পরিমাণ সম্পদসম্পন্ন প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন মুসলিমের জন্য কুরবানি করা ওয়াজিব। কুরআন স্পষ্টভাবে বলেছে, "আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোস্ত ও রক্ত, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া।"
(হজঃ ৩৭) হাদিসে রাসুল (সাঃ) বলেছেন, "হে লোকসকল! আমাদের প্রত্যেক গৃহবাসীর উপর প্রতি বছর কুরবানি করা ওয়াজিব।" (আবু দাউদঃ ২৭৭৯) কুরবানির জন্য একটি ছাগল, ভেড়া বা দুম্বা যথেষ্ট। গরু, মহিষ বা উটের ক্ষেত্রে সাত ভাগের এক ভাগ।
বর্তমানে অনেকেই কুরবানির পশুর গলায় রঙ-বেরঙের মালা পরান। কেউ কেউ সৌন্দর্যবর্ধন ও দৃষ্টি আকর্ষণের জন্য পশুর মাথায় ও সিংয়েও নকশা করা মালা ব্যবহার করে। ইসলামে কুরবানির পশু সাজানোর ব্যাপারে মতবিরোধ রয়েছে। কিছু আলেম মনে করেন, মালা পরানো জায়েজ। তারা আয়েশা (রাঃ) এর হাদিসের (আবু দাউদঃ ১৭৫৭) দলিল দেন।
এই হাদিস অনুযায়ী, রাসুল (সাঃ) তার কুরবানির পশুর গলায় মালা পরিয়েছিলেন। কিন্তু, এই হাদিসটি মাসজিদুল হারামে জবাই করা পশুর জন্য প্রযোজ্য বলে অনেকে মনে করেন। কারণ, রাসুল (সাঃ) এর সময় মক্কা ও মদিনা থেকে যেসব পশু কুরবানির জন্য মসজিদুল হারামে নেওয়া হতো, সেগুলোকে চিহ্নিত করার জন্য মালা ব্যবহার করা হতো। শায়খ আহমদুল্লাহ এর মতো আলেম বর্তমানে কুরবানির পশুর গলায় মালা পরানোর বিরুদ্ধে মতামত দেন। অবশেষে, কুরবানির পশুর গলায় মালা পরানো জায়েজ কিনা তা ব্যক্তির বিশ্বাস ও মতামতের উপর নির্ভর করে। তবে, অপ্রয়োজনীয় খরচ করা এড়িয়ে সাধারণভাবে কুরবানি করা উচিত। মনে রাখবেন, কুরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি লাভ করা।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week