ধরা পড়ল জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 17, 2024, 8:33 p.m.
ধরা পড়ল জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গ্রেপ্তার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়াকে অস্ত্র সরবরাহ করার অভিযোগে গত বুধবার গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ৩২ বছর বয়সী সন্দেহভাজন আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসির প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান জানান, রহিম ছিলেন জামাতুল আনসারের ‘প্রধান অস্ত্র সরবরাহকারী’। তিনি বলেন, গত বছর পাহাড়ে জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হওয়ার পর আত্মগোপনে চলে যান রহিম। গত বুধবার গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালানো হয়। গহীন বনে মাটিতে পুঁতে রাখা ড্রামে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়।

মো. আসাদুজ্জামান আরও জানান, আব্দুর রহিমের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অবৈধ অস্ত্র, বনভূমি ধ্বংসসহ বিভিন্ন অভিযোগে নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের রামু থানায় মোট ১২টি মামলা রয়েছে। অস্ত্রের উৎস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ চলছে রহিমের কাছ থেকে অস্ত্রের উৎস কোথায় এবং দেশের বাইরে কারও সাথে তাদের কোনো যোগাযোগ আছে কিনা সেটা জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও, তাদের প্রশিক্ষণ শিবিরে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরির প্রশিক্ষণ দেওয়া হতো কিনা এবং কোনো জায়গায় তারা এসব বোমা সরবরাহ করেছে কিনা জানা যাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৩ সালের ২৩ জুন জামাতুল আনসারের ‘মাস্টারমাইন্ড’ শামিন মাহফুজকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর সহযোগী ইয়াসিন এবং অস্ত্র সরবরাহকারী কবির আহাম্মদকে গত বছরের ৮ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের সংগঠনটির প্রশিক্ষণ, অস্ত্র-গুলির উৎস, অর্থায়ন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শামিন মাহফুজ জানিয়েছিলেন, পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তাদের সদস্যদের অস্ত্র ও প্রশিক্ষণ দেবে-এমন একটা চুক্তি হয়েছিল। স্থানীয় অপরাধী কবির আহাম্মদ ও আব্দুর রহিমের সঙ্গেও তাঁদের সংগঠনের নেতারা যোগাযোগ করেন। তাঁরাও জঙ্গি সংগঠনটিকে অর্থের বিনিময়ে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছিলেন।


আরও পড়ুন