প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: June 16, 2024, 1 p.m.জীবনের প্রথম 'সুপার হিরো', অনেকেই তাদের বাবাকেই এই সম্মানিত উপাধিতে ভূষিত করেন। রোদে, বৃষ্টিতে কিংবা ঝড়ে, একজন বাবা সন্তানকে আগলে রাখেন অপরিসীম মমতায়, যেন এক বিশাল বটবৃক্ষ। বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আলাদা কোন দিবসের প্রয়োজন নেই। তবুও, যদি এক বিশেষ দিনে আমরা বাবাকে কিছুটা সময় দিতে পারি, তবে ক্ষতি কি?
আজ রোববার, ১৬ জুন, বিশ্বব্যাপী 'বিশ্ব বাবা দিবস' পালিত হচ্ছে। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার এই দিবস উদযাপন করা হয়। বিংশ শতাব্দীর শুরু থেকেই বাবা দিবস পালনের প্রচলন শুরু হয়। বিশ্বের সকল বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের ইচ্ছাই এর মূলে। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল, তা বোঝানোর জন্যই এই দিবসটি পালিত হয়।
বাবা দিবসের সূচনা ঘটে ১৯০৭ সালের ডিসেম্বরে, আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার মোনোনগাহ্ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে। সেই বিস্ফোরণে ৩৬২ জন পুরুষ প্রাণ হারান, তাদের বেশিরভাগই ছিলেন সন্তানের বাবা। ফলে প্রায় ১০০০ শিশু পিতৃহারা হয়ে পড়ে। পরের বছর, ১৯০৮ সালের ৫ জুলাই, পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টে এক গির্জায় একটি স্মরণসভার আয়োজন করা হয়। নিহতদের সম্মান জানাতে সন্তানরা মিলে এই প্রার্থনাসভার আয়োজন করে। ইতিহাসে এটিই ছিল বাবাকে সম্মান জানানোর প্রথম আয়োজন।
বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে অগ্রণী ভূমিকা পালন করেন সনোরা স্মার্ট ডড নামক এক নারী। ১৯০৯ সালের আগে ওয়াশিংটনে বাবা দিবস বলে কোন বিশেষ দিন ছিল না। সে সময় স্থানীয় গির্জায় ডড মা দিবস পালনের কথা শুনেন। মা দিবস পালনের রীতি থাকলেও বাবা দিবস পালনের রীতি নেই জেনে তিনি অবাক হন। এরপর তিনি বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হয়ে ওঠেন।
ডড তার বাবাকে অসম্ভব ভালোবাসতেন। তার মা ছিল না এবং মায়ের মৃত্যুর পর শত দুঃখ-কষ্টের মধ্যে থেকেও তাদের সাত ভাইবোনকে বড় করে তুলেছিলেন তার সিঙ্গেল বাবা। বাবার এই ত্যাগ দেখে ডডের মনে হলো, মা দিবসের এত আয়োজন হলে বাবা দিবস কেন বাদ থাকবে? বাবাকে সম্মান জানানোর জন্যও একটা দিন থাকা দরকার।
অনেক চেষ্টা ও দীর্ঘ এক বছরের সাধনার পর, ডড স্থানীয় কমিউনিটিগুলোতে বাবা দিবস পালন করতে সক্ষম হন। অবশেষে ১৯৭২ সালে, মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বাবা দিবসকে জাতীয় স্বীকৃতি দেন। সেই থেকে জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বাবা দিবস পালিত হয়ে আসছে।
বিশেষ এই দিনে, আমরা আমাদের বাবাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তাদের সঙ্গে সময় কাটিয়ে, ছোট ছোট উপহার দিয়ে, বা শুধু ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে। বাবাদের জন্য এই দিনটি তাদের অসীম ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি হিসেবে পালন করা হয়। সকল বাবাকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা, আপনাদের প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ।
1 month, 2 weeks
2 months, 2 weeks
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week