ঢাকা ৮ আসনের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন বাহাউদ্দিন নাছিম

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 7, 2024, 11:27 a.m.
ঢাকা ৮ আসনের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন বাহাউদ্দিন নাছিম

সকাল সাড়ে আটটার দিকে আবুজরগিফারী কলেজে ভোট পরিদর্শন করতে আসেন ঢাকা-৮ আসনের নৌকা প্রতীকের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।‌ সবার সঙ্গে কুশল বিনিময় করেন।‌ শতবর্ষী শিরিয়া বেগমের শারীরিক খোঁজখবর নেন তিনি। এরপর বুথকেন্দ্রগুলো পরিদর্শন করেন। সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চান।‌   পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাছিম বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরছি। অনেক বয়স্করা এসেছেন। তরুণদের আগ্রহ বেশি। তারা বলছেন, জীবনের প্রথম ভোট দিলাম। মানুষের আগ্রহ সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে। দুর্নীতিকে না বলাই তাদের এই ভোট। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। গত ১৫ বছরের উপহার উন্নয়ন ও সমৃদ্ধি। শেখ হাসিনার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আমরা নিশ্চয়ই বিপুল ভোটে বিজয়ী হবো।   তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়। ১৫ বছরের আন্দোলন সন্ত্রাস নৈরাজ্যের। তাদের আন্দোলনে জনগণ নেই। এজন্য তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে অংশ নেয় না।


আরও পড়ুন