প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 20, 2024, 6:46 p.m.৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। শেষ হবে ৩১ জানুয়ারি। রাজধানী ঢাকাসহ ৮টি বিভাগের ১৪ কেন্দ্রে এ পরীক্ষা হবে। এ লক্ষ্যে পূর্ণাঙ্গ সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।ঢাকার ৭টি কেন্দ্রে পরীক্ষা হবে।কলেজগুলো হলো: মিরপুর সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল।ঢাকার বাইরে ৭টি কেন্দ্র হলো: রাজশাহী বিভাগে শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, খুলনা পাবলিক কলেজ, বরিশাল জিলা স্কুল, সিলেটে মুরারিচাঁদ (এমসি) কলেজ, রংপুর সরকারি কলেজ, ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ।গত বছরের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাস করেছেন ১২ হাজার ৭৮৯ জন। শতকরা হিসাবে যা দাঁড়ায় ৪ দশমিক ৭৭ শতাংশ। গত ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন।সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা বিষয়ের পরীক্ষা নেয়া হবে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week