মায়ামিতে মেসির সাথে এবার সুয়ারেজ যোগ দিলেন

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 22, 2023, 11:03 p.m.
মায়ামিতে মেসির  সাথে এবার সুয়ারেজ যোগ দিলেন

বার্সেলোনায় খেলার সময়েই দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ চেয়েছিলেন, ক্যারিয়ারের শেষটা একই ক্লাব থেকে করবেন। দুজন মিলে যখন সেই স্বপ্ন দেখেছিলেন, তারপর কত কিছুই তো ঘটে গেছে। প্রথমে সুয়ারেজকে ছেড়ে দেয় বার্সা, এরপর মেসিকেও।

অবশেষে সব সংশয় দূর করে ইন্টার মায়ামিতে সুয়ারেজ। আজ ইন্টার মায়ামি টুইটারে সুয়ারেজকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে এভাবে, ‘মায়ামির স্বপ্নে স্বাগত সুয়ারেজ।’

এটা লিখে নিচে মায়ামির জার্সি পরা চার শিশুর ছবি দিয়েছে তারা। সেই চার শিশুর জার্সির পেছনে লেখা মায়ামির বর্তমান দলের বার্সেলোনার চারজন সাবেক ফুটবলারের নাম—সের্হিও বুসকেতস,


আরও পড়ুন