খুলনা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ডিসিপ্লিনের রজতজয়ন্তী

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 25, 2024, 12:30 p.m.
খুলনা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ডিসিপ্লিনের রজতজয়ন্তী

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিন গত শুক্রবার (২৪ মে) রক্ষা করেছে তাদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি। নবীন ও প্রবীণ অর্থনীতিবিদদের মিলনমেলায় ক্যাম্পাস জুড়ে ছিল আনন্দ-উৎসবের মাহফিল।

দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছিল অর্থনীতি ডিসিপ্লিন ও ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সকাল ১০ টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

এই আলোচনা সভায় অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিশেষ অতিথিরা অংশগ্রহণ করেন। বক্তারা দেশ ও বিদেশে অর্থনীতি ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থীদের অবদান তুলে ধরেন এবং তাদের সাফল্যের গল্প শেয়ার করেন।

এরপর বিকেল ৪ টায় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখর করে তোলে।

পরে মুক্তমঞ্চে আয়োজিত হয় খেলাধুলা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফেল ড্র। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা পেয়ে আনন্দে মাতোয়ারা সকলে।

এই রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন প্রায় সাত শতাধিক মানুষ। সকলের মতেই, এই অনুষ্ঠান ছিল অত্যন্ত আনন্দময় ও স্মরণীয়।


আরও পড়ুন