প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Feb. 23, 2024, 8:04 p.m.ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, কবির হোসেন ভোলার একজন আলোচিত মাদক কারবারি৷ তিনি দীর্ঘদিন যাবত মাদকের সঙ্গে জড়িয়ে আছেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকালে শহরের পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি বিয়ার ক্যানসহ তাকে ও তার সহকারী রায়হানকে আটক করে। তাদের দু'জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। ভোলায় আলোচিত মাদক কারবারি কবির হোসেন ওরফে তেল কবির ও তার এক সহকারীকে ৫৫টি বিয়ার ক্যানসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।শুক্রবার ভোলা শহরের পান বাজার এলাকা থেকে আটক করা হয়।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week