প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 31, 2024, 1:19 p.m.কাঠের বডি, কাঠের চাকা, উঁচু হ্যান্ডেল, বসার কোনো সিট বা জায়গা নেই, ইঞ্জিনবিহীন ‘কঙ্কালসার’ দুই চাকার বাহনটির নাম ‘চুকুডু’। কাঠের সোজা দণ্ডকে বডি হিসেবে ব্যবহার করে বানানো হয়েছে চুকুডু। নামটি যেমন অদ্ভুত, তেমনি গাড়িটির ধরন বা ব্যবহারের বৈশিষ্ট্যও অন্যরকম।ঠেলাঠেলির মাধ্যমে চলাচল করানো হয়। আর পাহাড়ের ঢালুপথে মালামালবোঝাই চুকুডু হড় হড় করে ব্যাপক গতিতে নামতে থাকে। দেখলেই যেন ভয় লাগে। এতসব ঝুঁকি সত্ত্বেও দীর্ঘকাল ধরে কঙ্গোর একশ্রেণির পরিশ্রমী মানুষ জীবিকার তাগিদে চুকুডু দিয়ে মালামাল বহন করে চলেছে। এই বাহন চলাচলের সময় ব্যাপকহারে ঘটছে দুর্ঘটনাও। সাম্প্রতিক সময়ে ঝুঁকিপূর্ণ চুকুডুর ব্যবহার এড়িয়ে আধুনিক যানবাহন ব্যবহার ও স্বল্পপরিশ্রমে ভালো উপার্জনের ব্যবস্থা গড়ে দিতে কাজ করে যাচ্ছেন কঙ্গোতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week