মাঠেই ইফতার রিয়াদ মুশফিকদের

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 15, 2024, 4:53 p.m.
মাঠেই ইফতার রিয়াদ মুশফিকদের

 প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের হয়ে খেলতে নামলেও, ধর্মীয় বিধান মানতে ভুল করেননি মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদরা।শ্রীলঙ্কার ইনিংসের ৪৮.২ ওভারের ঘটনা। তখন ক্রিজে থাকা প্রমোদ মাদুশানকে উইকেটের পেছনে তালুবন্দী করেন মুশফিকুর রহীম। ফলে ম্যাচের মধ্যেই ইফতারের সময় হয়ে এলে মাঠে বসে তা সেরে নিয়েছেন রোজাদার ক্রিকেটাররা।খেজুর ও শরবত খেয়ে তখন রোজা ভাঙতে দেখা যায় মুশফিক, মাহমুদুল্লাহ ও মেহেদী হাসান মিরাজদের। পেসাররা ছাড়া এ দিন বেশির ভাগ ক্রিকেটারই খেলেছেন রোজা রেখে।বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্রিকেটারদের খেজুর দিয়েছেন টাইগার টিম স্টাফের সদস্যরাও। ইফতার সারতে ফিল্ডিংয়ে যে যেখানে ছিলেন, দৌড়ে এসে এক জায়গায় মিলিত হন।


আরও পড়ুন