প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 24, 2024, 1:33 a.m.বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ ঘনীভূত হয়ে ২৫ মে 'ঘূর্ণিঝড় রেমাল'-এ রূপান্তরিত হতে পারে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।
২৬ মে (রোববার) সন্ধ্যায় এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট গুলোর মতে, ঘূর্ণিঝড়টি ভারতের উড়িশা অথবা বাংলাদেশের উপকূলে যেতে পারে।আবহাওয়ার পূর্বাভাস সংস্থা ইসিএআই ও এনসিইপি ধারণা করছে ঘূর্ণিঝড় রেমাল উড়িশা উপকূলে আছড়ে পড়বে। আইএমডি, এনসিইউএম এবং আইএমডি এমএমই মনে করছে ঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে।ঝড় ২৬ মে বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে উপকূলে আঘাত হানতে শুরু করতে পারে।
'রেমাল' একটি আরবি শব্দ যার অর্থ বালু। ওমান এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে।২০২০ সালে ভারতের আবহাওয়া দপ্তর ১৬৯ টি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল।
আনুষ্ঠানিক ঘোষণার পরই বঙ্গোপসাগরের এই নিম্নচাপকে ঘূর্ণিঝড় রেমাল হিসেবে অভিহিত করা হবে।উপকূলীয় এলাকার জনগণকে সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week