দেশটির আবহাওয়া অফিস ওয়েবসাইটে এক সতর্কতা বিজ্ঞপ্তিতে জানায়, ‘হাগাফেল থেকে গ্রিন্ডাভিকের উত্তরে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।’ আরো জানায়, শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল এবং আইসল্যান্ডের রাজধানী রেকজাভিকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামের দিকে ৪০ কিলোমিটার পর্যন্ত মাটিতে ফাটল দেখা দিয়েছে। অগ্ন্যুপাত শুরু হওয়ার আগে কয়েকটি ছোট ছোট ভূমিকম্প হয়। সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা গেছে, মাটির ফাটল থেকে লাভা বের হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, জিপিএস ডিভাইস অনুসারে ম্যাগমা দক্ষিণ-পশ্চিমে চলে যাচ্ছে এবং গ্রিন্ডাভিকের দিকে অগ্ন্যুৎপাত অব্যাহত থাকবে। স্থানীয় পুলিশ জানায়, তাদের সতর্কতা স্তর বাড়িয়েছে এবং জনসাধারণকে সতর্ক করে দিয়েছে তারা যাতে ওই অঞ্চলে না যায়। জরুরী কর্মীরা পরিস্থিতির ওপর নজর রাখছেন।আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে আগ্নেয়গিরি। এ কারণে বিশাল এলাকা জুড়ে লাভা ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এর আগে গত নভেম্বরে রেইকজেনেস উপদ্বীপে ২৪ ঘণ্টায় এক হাজারেরও বেশি ভূমিকম্প আঘাত হানে। যার কারণে দ্বীপটির প্রায় চার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week