‘আ. লীগের সবাই নাকি পালিয়ে গিয়েছিল, তাহলে যুদ্ধটা করলো কে?’

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 28, 2024, 12:51 p.m.
‘আ. লীগের সবাই নাকি পালিয়ে গিয়েছিল, তাহলে যুদ্ধটা করলো কে?’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের নেতারাই বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়েছে। স্বাধীনতার ঘোষণা নিয়ে বিএনপি ইতিহাস বিকৃত করে ভাঙা রেকর্ড বাজাচ্ছে। বুধবার (২৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।সরকারপ্রধান বলেন, ২৫ মার্চ আওয়ামী লীগ কোথায় ছিল যারা প্রশ্ন করেন, তারা কোথায় ছিল? ২৫ মার্চ যে আক্রমণ বাঙালিদের ওপর চালায়, একজন আক্রমণকারী জিয়াউর রহমান। যুদ্ধ যুদ্ধ ভাব আনতেই সামরিক অফিসারকে দিয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয়েছিল। এটা নিয়ে বড়াই করার কিছু নেই। জিয়া যুদ্ধ করেনি, যুদ্ধের সময়ে নিজেকে নিরাপদ যায়গায় রাখতো। তার সেক্টরেই সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা মারা যান।


আরও পড়ুন