প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 24, 2024, 6:38 p.m.আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। এই দিনটিকে ঘিরে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার দেখানো হবে, শুভেচ্ছা জানানো হবে জন্মদিনের।আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমার পক্ষ থেকে গত বুধবার গুলশান ক্লাবে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। সেখানে এমনটাই জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া। এদিকে একই তারকার ‘দরদ’ সিনেমার পরিচালক অনন্য মামুনও ঘোষণা দিয়ে রেখেছেন। তিনিও বুর্জ খলিফায় প্রচার চালাতে চান সিনেমাটির।বুর্জ খলিফায় প্রচারের জন্য কত টাকা ব্যয় হয়? বিভিন্ন আন্তর্জাতিক পোর্টাল ও মাধ্যম সূত্রে জানা গেছে, ১৬৩ তলা বুর্জ খলিফায় একটি বিজ্ঞাপন বা বার্তা দেওয়ার জন্য খরচ হয় আমিরাতি দিরহাম আড়াই লাখ থেকে প্রায় এক মিলিয়ন আমিরাতি দিরহাম পর্যন্ত। যা বাংলাদেশি হিসেবে প্রায় ৭০ লাখ টাকা থেকে শুরু করে প্রায় তিন কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week