প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: March 6, 2024, 1:32 p.m.চট্টগ্রামে এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামের আগুন তিন দিনেও নেভেনি। গত সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে লাগা আগুন ৮ ঘণ্টা পর রাত ১১ টার দিকে নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী আগুন নেভাতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী, এবং কোস্টগার্ড, র্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য ফায়ার সার্ভিসকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুর রাজ্জাক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে, অর্থাৎ এই আগুন আর কোথাও ছড়াতে পারবে না। তবে ভেতরে ১২০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুন জ্বলছে। এতো তাপমাত্রার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকতে পারছেন না। চিনির কাঁচামালগুলো কার্বন, হাইড্রোজেন অক্সিজেনসহ দাহ্য পদার্থে মিশ্রিত হওয়ায় সেগুলো পুড়ে শেষ না হওয়া পর্যন্ত আগুন নেভানো সম্ভব হবে না। আমরা প্রচুর পরিমান পানি দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে রাখছি। মনে হচ্ছে পুরোপরি নিয়ন্ত্রণে আনতে দুই-তিন দিন সময় লাগতে পারে।এস আলম সুগার ইন্ডাস্ট্রিজের গুদামে এক লাখ টন অপরিশোধিত চিনি ছিল বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে। তারা বলছেন, আগুনে আমাদের কোম্পানির এক হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week