বড় নিয়োগ পদ ৪১৬,পাওয়ার গ্রিড কোম্পানিতে

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 13, 2023, 3:03 a.m.
বড় নিয়োগ পদ ৪১৬,পাওয়ার গ্রিড কোম্পানিতে

(পিজিসিবি)এই প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে সপ্তম ও অষ্টম গ্রেডে ৪১৬ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৭৭ (ইইই–৬৬, সিভিল–২, মেকানিক্যাল–৫ ও সিএসই–৪)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইইই, সিএসই, সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের জিপিএ–সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং সিস্টেমে জিপিএ বা সিজিপিএ ৫-এর স্কেলে অন্তত ৩.৫ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন:  বেতন ৫০,০০০ টাকা (গ্রেড–৭)


আরও পড়ুন