ট্রেনে আগুন দেওয়ায় আটক ৯

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Dec. 22, 2023, 10:28 a.m.
ট্রেনে আগুন দেওয়ায় আটক ৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় র‌্যাব-১-এর একটি দল অভিযানটি পরিচালনা করে।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় বিমানবন্দর রেলস্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, বিমানবন্দর রেলস্টেশন এলাকায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়

আটকরা কেউ সরাসরি নাশকতার সঙ্গে জড়িত কি না জানতে চাইলে এই র‍্যাব কর্মকর্তা বলেন, তাদের অনেকের নামে মামলা আছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছি। তারা সন্দেহভাজন নাশকতাকারী। জিজ্ঞাসাবাদে নিশ্চিত হতে পারব।

আটককৃতরা বিভিন্ন ধরনের নাশকতার সঙ্গে জড়িত ছিল, সে হিসেবে তাদের নামে মামলা আছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোসতাক বলেন, বিশেষ করে রেলওয়েকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ করে তারা। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি- এরা কোনো কুচক্রী মহলের হয়ে স্বল্প টাকার বিনিময়ে এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। তারা বিভিন্ন জায়গাতে অগ্নিসংযোগ-ভাঙচুর করে থাকে। তাদের বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন ধরনের মামলা রয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মা-শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গা রেলপথে নাশকতার চেষ্টার খবর পাওয়া যাচ্ছে।

 


আরও পড়ুন