ভারতীয় কর্মকর্তার চরিত্রে ওমর সানী

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Jan. 5, 2024, 6:01 p.m.
ভারতীয় কর্মকর্তার চরিত্রে ওমর সানী

২১ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। সিনেমার প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস।

এতে ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেলের দায়িত্বে থাকা ওংকার সিং কাটকাটের ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ওমর সানী। এরইমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

সিনেমাটিতে তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। ১৯৭১ সালের ১৫ই আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ই আগস্ট প্রথম প্রহরে ‘অপারেশন জ্যাকপট’ নামের অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা।


আরও পড়ুন