বিভিন্ন দেশে রোজা পালিত হচ্ছে আজ

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 11, 2024, 6:58 p.m.
বিভিন্ন দেশে রোজা পালিত হচ্ছে আজ

সৌদি আরবে গতকাল রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।  দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দিয়েছে।অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ব্রুনাই তাদের রোজা শুরুর তারিখ জানিয়েছে। দেশগুলো জানিয়েছে, আগামী মঙ্গলবার (১২ মার্চ) হবে পবিত্র রমজান মাসের প্রথম তারিখ। রোববার এই ঘোষণা দেওয়া হয়েছে।  মঙ্গলবার থেকে সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশগুলো। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, রোববার সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় অর্ধচন্দ্র স্পষ্টত দেখা যায়নি। যে কারণে ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর এ দেশগুলোর সদস্যদের দ্বারা সম্মত ইমকানুর রুকিয়ার (গণনা) মানদণ্ড পূরণ করে না। যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার অন্যান্য দেশে সোমবার থেকেই রমজান শুরু হবে


আরও পড়ুন