নিজের সম্পত্তির বিবরণ দিলেন মোদি

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 14, 2024, 11:46 p.m.
নিজের সম্পত্তির বিবরণ দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন, মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টা ৪০ মিনিটে বারাণসীর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। সেখানে মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচনি হলফনামাও জমা দেন। মনোনয়নপত্রের সাথে নির্বাচনি হলফনামা অনুযায়ী তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২ লাখ ভারতীয় রুপি। এছাড়াও, তার নামে কোনো স্থায়ী সম্পত্তি নেই, ।

নিজের শিক্ষাগত যোগ্যতায় মোদি উল্লেখ করেছেন, তিনি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস (বিএ) এবং ১৯৭৮ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব আর্টস (এমএ) ডিগ্রি অর্জন করেন। এছাড়া নিজের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলেও জানিয়েছেন ।

অর্থবর্ষ ২০২২-২৩ এর সাথে তুলনা করে তার আয় বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫০ হাজার রুপি পর্যন্ত। তার নামে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে দু'টি অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তার মোট জমা ৭৩ হাজার ৩০৪ রুপি এবং সাত হাজার রুপি পর্যন্ত বারাণসী ব্রাঞ্চে জমা আছে। সাথে তার নামে রয়েছে ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৩৩৮ রুপির ফিক্সড ডিপোজিট। এছাড়াও, তার প্রান্তিক সম্পত্তি হিসেবে ২ লাখ ৬৭ হাজার ৭৫০ রুপির চারটি সোনার আংটি রয়েছে।


আরও পড়ুন