বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ মক্কায়

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 11, 2024, 12:31 a.m.
বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ মক্কায়

সৌদিআরব মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ তৈরি হলো, যেখান থেকে দেখা যাবে মক্কা শরিফ ও ইসলামের স্মৃতি বিজড়িত স্থান গুলোও,সৌদিআরবের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৮৩ মিটার ওপরে এই ঝুলন্ত মসজিদ টি উদ্বোধন করে গিনেস বুক অব রেকর্ড বইয়ে নাম লেখালো সৌদি আরব গিনেস বুক অব ওয়ার্ল্ড মসজিদ টিকে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদের স্বীকৃতি দিয়েছে।এই বিস্ময়কর মসজিদ স্থাপত্য থেকে পবিত্র কাবাশরিফ ও মক্কার আশেপাশে অন্যান্য উল্লেখযোগ্য ধর্মীয় স্থানগুলোর অসাধারণ চমৎকার সব দৃশ্য অনায়াসে দেখা যাবে। মক্কার ঝুলন্ত মসজিদ,মসজিদটি স্থাপিত হয়েছে জাবালে ওমর মক্কা হোটেলের দুটি টাওয়ারের সংযোগকারী সেতুর মধ্যেই।চূড়ান্ত রূপ দেওয়ার আগে হোটেলের ৩৬, ৩৭ ও ৩৮ তলায় টুইন টাওয়ারগুলোকে একসাথে জোড়া লাগানো হয়েছে। ৫৫০ বর্গ মিটার এরিয়া জুড়ে নির্মিত মসজিদটিতে একসঙ্গে ৫২০ মুসল্লি নামাজ পড়তে পারবেন। আধুনিক ও আরবীয় ঐতিহ্যবাহী নির্মাণ শৈলির সংমিশ্রণে নয়নাভিরাম এই মসজিদটি তৈরি করা হয়েছে। 


আরও পড়ুন