কলকাতার সিনেমায় পরীমনি

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 14, 2024, 12:08 p.m.
কলকাতার সিনেমায় পরীমনি

নানা কারণে বছরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই অভিনেত্রী গত বছরের শেষের দিকেই জানান দিয়েছিলেন, কলকাতার সিনেমায় অভিনয় করছেন তিনি। তবে তখন সিনেমার নাম, পরিচালক এমনকি তার বিপরীতে কে অভিনয় করছেন, কোনো কিছুই উল্লেখ করেননি পরী। পরীমনি বলেন, ‘ফেলুবকশি নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। আগামী ২৬ মার্চ থেকেই শুটিং শুরু হওয়ার কথা। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি।তিনি আরও বলেন, ‘গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়।


আরও পড়ুন