প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: June 28, 2024, 9:35 p.m.মক্কার পবিত্র ভূমি থেকে দেশে ফিরছেন হাজিরা। পবিত্র হজ শেষ করে আজ শুক্রবার পর্যন্ত মোট ২৬ হাজার ৯০৯ হাজি দেশে ফিরেছেন। ৬১টি ফ্লাইটে করে তারা হজের ভূমি ত্যাগ করে দেশে ফিরেছেন।
দুঃখজনক খবর হলো, হজে গিয়ে এখন পর্যন্ত ৫৩ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১৩ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৪২ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় ১ জন মারা যান।
চলতি বছর হজে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২৫৭ জন হাজী সৌদি আরবে গিয়েছিলেন। ২১৮টি ফ্লাইটে করে তারা হজের জন্য সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করে গেছেন ৮০ হাজার ৬৯৫ জন।
গত ১৫ জুলাই হজের প্রধান কার্যক্রম সম্পন্ন হয়। ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়েছে এবং আগামী ২২ জুলাই পর্যন্ত হজীদের দেশে ফেরার ফ্লাইট চলবে।
উল্লেখযোগ্য তথ্য হলো, এ বছর হজে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক হাজী অংশগ্রহণ করেছেন। সরকারি ব্যবস্থাপনার ফলে হাজীরা তুলনামূলকভাবে সহজে হজ পালন করতে পেরেছেন। এছাড়াও, হজে মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় কম হয়েছে, যা একটি ইতিবাচক দিক।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week