ঢাকা মেডিকেল কলেজে রোগী দেখতে এসে আনসারের হাতে মার খেলেন যুবক

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: June 10, 2024, 12:56 a.m.
ঢাকা মেডিকেল কলেজে রোগী দেখতে এসে আনসারের হাতে মার খেলেন যুবক

রবিবার (৯ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রোগী দেখতে এসে আনসার সদস্যদের মার খেয়েছেন সানজু (৩০) নামের এক যুবক। সানজু রাজধানীর কামরাঙ্গীরচরে রনি মার্কেট এলাকায় থাকেন এবং ঢামেকের ৬ষ্ঠ তলায় কিডনিজনিত সমস্যায় ভর্তি তার মামা ডালিমকে (৬০) দেখতে হাসপাতালে আসেন।

ওয়ার্ড ও বেড নম্বর না জানার কারণে সানজু ৭ম তলার ওয়ার্ডে ঘুরাঘুরি করছিলেন। এসময় আনসার সদস্য জহিরুল ইসলাম তাকে চোর সন্দেহে জিজ্ঞাসাবাদ করেন। সানজু নিজেকে রোগীর স্বজন দাবি করলে তাকে নিয়ে ৬ষ্ঠ তলায় যান এবং রোগীকে খুঁজে পান। কিন্তু ওই সময় জহিরুলের সাথে তার বাগবিতণ্ডা হয়, যা এক পর্যায়ে মারধরে রূপ নেয়।

জহিরুল তার সহকর্মীদের ডেকে আনেন এবং আনসারের টহল টিম সানজুকে টেনে হিঁচড়ে লিফটে নিচে নিয়ে এসে উপর্যুপরি মারধর করেন। সানজুর ভগ্নীপতি মো. লোকমান বলেন, "ভাই নতুন ভবনের ওয়ার্ডে রোগী খুঁজে পাচ্ছিলেন না, তখন আনসার সদস্যরা মোবাইল চোর বলে তর্কাতর্কি শুরু করেন এবং মিলে তাকে মারধর করেন।" ঘটনার সময় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, "সানজু চিৎকার করছিলেন যে তিনি চোর নন, কিন্তু আনসার সদস্যরা তাকে শোনেনি এবং পিটিয়ে আহত করে।

অভিযুক্ত আনসার সদস্য জহিরুল ইসলাম বলেন, "সানজু সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এবং রোগী দেখাতে পারছিলেন না, তখন গালাগালি শুরু করলে আমি তাকে একটি চড় দেই।" ঢামেক হাসপাতালের পরিচালক ডা. নাসির উদ্দিন এ বিষয়ে জানান, "আমরা ঘটনার বিষয়ে তদন্ত করছি এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" আহত সানজুর পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন এবং ঢামেক কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।


আরও পড়ুন