প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 10, 2024, 7:33 p.m.সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে (সিওমেক) ঘুষ লেনদেনের ঘটনায় বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন সিলেটের (বিএনএ) সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাদের আসামি করে চাঁদাবাজির মামলা হয়েছে। এ ঘটনায় হোতা পলাতক রয়েছেন।সরাইল আলী সাদেক (৪৪) ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও নগরের কাজলশাহ-১৭৬ নং বাসার মৃত মজর আলীর ছেলে।এজাহারনামীয় অপর দুই আসামি হলেন- ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আমিনুল ইসলাম (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মেরাসানী গ্রামের ছেলে এবং একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুমন চন্দ্র দেব (৪১)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার স্বগীয় সুনীল কুমার দেবের ছেলে।বুধবার (১০ জানুয়ারি) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ বাদী হয়ে এসএমপির কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে সিনিয়র এক নার্সের কাছে এরিয়ার বিল থেকে ১০ লাখ টাকা চাঁদাদাবি করেন। পরবর্তীতে দাবিকৃত টাকার ছয় লাখ টাকা নিতে সাদেক তার সহযোগী আমিনুল ও সুমন দেবকে পাঠান। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্টোর রুমে সেই টাকা নিতে গিয়ে সরকারের একটি বিশেষ সংস্থার হাতে আটক হন দুজন। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তবে ঘটনায় পলাতক সাদেককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week