প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: May 17, 2024, 7:08 p.m.বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার ৪৮তম আসর আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে লিওনেল মেসির দল । তবে কোপা শুরুর আগে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তারা।
বৃহস্পতিবার (১৬ মে) আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ) ম্যাচ দুটির ভেন্যু ও প্রতিপক্ষ হিসেবে কারা থাকবে সেটি নিশ্চিত করেছে। ৯ জুন দিবাগত রাতে (বাংলাদেশ সময় ৪টা) শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ল্যাটিন দেশ ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর গুয়েতেমালার বিপক্ষে ম্যাচটি হবে ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে। দ্বিতীয় ম্যাচটির নির্ধারিত সময় এখনও জানায়নি এএফএ।
উল্লেখ্য, কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২০ জুন কানাডার বিপক্ষে। এরপর একই মাসের ২৫ ও ২৯ তারিখে তারা মাঠে নামবে যথাক্রমে চিলি ও পেরুর বিপক্ষে। ২০১৬ সালের পর কোপা আমেরিকার আসর ফিরছে যুক্তরাষ্ট্রে। আট বছর আগে টুর্নামেন্টটির শতবর্ষ উপলক্ষে আয়োজিত আসরটি হোস্ট করেছিল তারা।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week