বগুড়ায় শিক্ষক হত্যার অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Aug. 16, 2024, 3:35 p.m.
বগুড়ায় শিক্ষক হত্যার অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার সদর থানায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে একটি মামলা দায়ের করা হয়েছে, যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

 

নিহত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার পালিকান্দা গ্রামের লাইট হাউস স্কুলের শিক্ষক সেলিম হোসেন (৩৫)।

 

মামলার বিবৃতিতে জানা গেছে, সেলিম হোসেন ৪ আগস্ট শহরের সাতমাথায় শিক্ষার্থীদের দাবির সমর্থনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ওই সময় বগুড়ার তিন কাউন্সিলর—মতিন সরকার, আমিনুল ইসলাম ও আরিফ—সেলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। বাকি অভিযুক্তরা সেখানকার বিক্ষোভকারীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রমণ করেছেন।

 

মামলার বাদী সেকান্দর আলী বলেন, “ঘটনার দিন পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় মামলা দায়ের করা যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা চাপে থাকায় ময়নাতদন্তও করা হয়নি। তাকে স্থানীয়ভাবে দাফন করা হয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। তিনি দলের সদস্য নয়, তবুও তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।”

 

বগুড়ার সদর থানা অফিসার-ইন-চার্জ (ওসি) সায়হান অলিউল্লাহ জানিয়েছেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

 

এদিকে, বগুড়ার জেলা কার্যালয় ও শ্রমিক দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।


আরও পড়ুন