এডেন উপসাগরে হুতি ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজে আগুন

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Aug. 5, 2024, 11:08 p.m.
এডেন উপসাগরে হুতি ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজে আগুন

রোববার (৪ আগস্ট) সকালে হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় এডেন উপসাগরে একটি জাহাজে আগুন লেগেছে। এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও।

 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, ইয়েমেনের উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এডেন উপসাগরে এই হামলা ঘটে। হামলার ফলে জাহাজটিতে আগুন ধরেছে, তবে জাহাজের গন্তব্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় ইসরায়েলের বর্বর হামলা শুরু হলে, হুতিরা প্রতিবাদস্বরূপ নভেম্বরে এডেন এবং লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালাতে শুরু করে।

 

এরপর থেকে হুতিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। এই হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ লোহিত সাগর দিয়ে বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশ চলাচল করে।

 

হুতিদের এই হামলা ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বেশ কয়েকবার যৌথ অভিযান চালিয়েছে, তবে এসব অভিযান তেমন ফলপ্রসূ হয়নি। হামলা ও নিরাপত্তাহীনতার কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বাড়তে শুরু করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে অসুবিধা তৈরি হচ্ছে।

 

আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।


আরও পড়ুন