উদ্ধার অভিযান সমাপ্ত, প্রেসিডেন্ট রইসির মরদেহ উদ্ধার

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: May 20, 2024, 9:23 p.m.
উদ্ধার অভিযান সমাপ্ত, প্রেসিডেন্ট রইসির মরদেহ উদ্ধার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং অন্যান্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তা তাবরিজ শহরে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। জানা গেছে, প্রেসিডেন্ট রইসির জানাজা আগামীকাল মঙ্গলবার (২১ মে) তাবরিজে অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ মে) ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস কর্পসের সাথে সংযুক্ত বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, রইসি ও তার সফরসঙ্গীরা গতকাল তাবরিজের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

তাসনিম আরও জানিয়েছে, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কর্মকর্তাদের বরাতে, প্রেসিডেন্টের পাশাপাশি তার নিহত সফরসঙ্গীদের জানাজাও তাবরিজে অনুষ্ঠিত হবে। তার আগে, মরদেহগুলো তাবরিজের একটি ফরেনসিক বিভাগে রাখা হবে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন। রোববার (১৯ মে) প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টারটি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফিরছিলেন।


আরও পড়ুন