প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 15, 2024, 5:44 p.m.দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌর শহরের সবজি ব্যবসায়ী আশরাফুল (৫৫)। আট বছর আগে তার দোকানের বারান্দায় এসেছিল একটি অচেনা কবুতর, কবুতরটিকে খেতে দেন তিনি। পরদিন একই সময়ে দোকানে আসে তিনটি কবুতর। তাদেরও খেতে দেন তিনি। এর পর থেকে দোকানের সামনে বারান্দায় বাড়তে থাকে কবুতরের সংখ্যা। এখন প্রতিদিন দুপুর দেড়টা বাজলেই দুই শতাধিক কবুতর এখানে এসে হাজির হয়। খাবার ছিটিয়ে দিলে তা খেয়ে আবার চলে যায়।আশরাফুল জানান, সিলেটের হজরত শাহজালাল (রঃ) এর মাজারে ঝাঁকে ঝাঁকে জালালি কবুতর খাবার খায় ও উড়ে বেড়ায়। বিষয়টি দেখে তার কবুতরের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। শুধু কবুতর নয়, সব জীবের প্রতি মানুষের দরদ ও ভালোবাসা দেখানো উচিত বলেও মনে করেন তিনি।কবুতর ছাড়াও একই সময়ে দোকানের টিনের চালে খাবারের জন্য আসে অচেনা ২০ থেকে ৩০টি কাক। তাদেরও নিয়ম করে খাবার হিসেবে পাউরুটির টুকরা ছিটিয়ে দেন টিনের চালে। দিনের বিভিন্ন সময় দোকানে খাবার খেতে মা-ছানাসহ আসে চারটি বিড়াল। পাশের আড়তের সবজি ব্যবসায়ী সাব্বির হোসেন আদর করে পুরুষ বিড়ালটির নাম রেখেছেন ‘সম্রাট’। নাম ধরে ডাকলে বিড়ালটি আশরাফুলের দোকানে ছুটে আসে খাবার খেতে। তাদের খাবার হিসেবে দেন পাশের দোকান থেকে কেনা কেক। বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী বলেন, জীবে প্রেম তো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ। ব্যবসায়ী আশরাফুল ইসলাম নিঃস্বার্থভাবে পশুপাখিগুলোকে প্রতিদিন খাবার দিচ্ছেন, সেটি প্রকৃতির প্রতি তার অকৃত্রিম প্রেম। পশুপাখি থেকে কেউ কোনো স্বার্থ আশা করেন না।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week