১০০ বছরের সেরা সিনেমার তালিকায় পথের পাঁচালী

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: March 8, 2024, 8:05 p.m.
১০০ বছরের সেরা সিনেমার তালিকায় পথের পাঁচালী

 ১০০ বছরের সেরা সিনেমার তালিকা প্রকাশ করেছে টাইম সাময়িকী। তালিকাটি শুরু হয়েছে ১৯২০-এর দশক থেকে, প্রথম সিনেমা হিসেবে টাইম সাময়িকীর এই তালিকায় ঠাঁই করে নিয়েছে ১৯২০ সালে মুক্তি পাওয়া ‘দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি । এ তালিকায় ভারত থেকে জায়গা পাওয়া একমাত্র সিনেমা ‘পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে মুক্তি পায় ‘পথের পাঁচালী’। এটিই ছিল সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র।  ১৯৩০-এর দশকের সিনেমাগুলোর মধ্যে ‘ম্যান ম্যান গডফ্রে’, ‘গন উইথ দ্য উইন্ড’ ‘হলিডে’ ইত্যাদি জায়গা পেয়েছে। ১৯৪০-এর দশকে মুক্তি পাওয়া ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘বাইসাইকেল থিভস’ ছবিগুলোর কথা এখনো ভুলতে পারেনি অনেক দর্শক। এই দশকের তালিকায় স্থান পাওয়া সিনেমার মধ্যে আছে এই দুই সিনেমাও।


আরও পড়ুন