প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Jan. 3, 2024, 3:35 p.m.স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিমানটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়।
বিমানবন্দরে কোস্টগার্ডের একটি প্লেনের সঙ্গে ধাক্কা লাগার পর যাত্রীবাহী ওই প্লেনটিতে আগুন ধরে যায়। এতে কোস্টগার্ডের বিমানে থাকা পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জাপানের এনএইচকে টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে আগুনের দৃশ্য দেখা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত এই টিভি চ্যানেল বলেছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের কোস্টগার্ড বাহিনীর একটি বিমানের সঙ্গে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই বিমানটির সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন ছড়িয়ে পড়ার আগেই ক্রুসহ ৩৭৯ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়। কিয়োডো নিউজের খবরে বলা হয়েছে, বিমাটিতে আটজন শিশু ছিল। নিহত পাঁচজন কোস্টগার্ড বিমানে ছিলেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রানওয়েতে চলার সময় বিমানের জানালা দিয়ে আগুন বের হতে দেখা যায়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের একটি প্লেনের সঙ্গে ওই যাত্রীবাহী প্লেনটির ধাক্কা লাগতে পারে।
জাপান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, যাত্রীবাহী বিমানটি হোক্কাইডোর শিন-চিটোসে বিমানবন্দর থেকে ছেড়েছিল।
টোকিওতে রানওয়ানে জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আগুন নির্বাপক কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week