প্রতিবেদক • ঢাকা
প্রকাশ: Nov. 1, 2023, 5:27 p.m.নারায়ণগঞ্জের বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামি করে ফতুল্লা থানায় ৩৪ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় রিজভী ছাড়াও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।
আজ বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আজম। তিনি জানান, কাগজ হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে রুহুল কবির রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়। ওই সময় সড়কে টায়ারে জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন বিএনপির নেতাকর্মীরা।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week