তৃতীয়বার ফুটবল অস্কারের জন্য মনোনীত লিওনেল মেসি

প্রতিবেদক • ঢাকা

প্রকাশ: Feb. 27, 2024, 5:10 p.m.
তৃতীয়বার ফুটবল অস্কারের জন্য মনোনীত লিওনেল মেসি

 

আগামী এপ্রিলের ২২ তারিখ মাদ্রিদে বসবে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের ২৫তম আসর। সাতটি ক্যাটাগরিতে বিশ্ব ক্রীড়াঙ্গণের ২০২৩ সালের গুণী ক্রীড়াবিদদের হাতে উঠে সম্মাননা। তার আগে সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে।স্পোর্টসম্যান অফ দ্যা ইয়ার এর পুরস্কার গতবার জিতেছিলেন লিওনেল মেসি। বিশ্বের এ মর্যাদাপূর্ণ পুরস্কার জেতা একমাত্র ফুটবলারও তিনি। দুইবার এ খেতাব জেতার পর এবারও মনোনয়ন তালিকায় আছেন মেসি। তার সঙ্গে নোভাক জকোভিচ, সুইডেনের অ্যাথলেট মোন্ডো ডুপ্লানটিস, যুক্তরাষ্ট্রের অ্যাথলেট নোয়াহ লাইলস ও ডাচ মোটর রেসার ম্যাক্স ভারস্ত্যাপেন।মেসি এবার লরিয়াস জিতলে এক বছরে পুরস্কারের হ্যাটট্রিক হবে তার। 


আরও পড়ুন