যশোরের শার্শায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে মহিউদ্দিন (৬২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে জনিকে (৩০) আটক করেছে।রোববার রাতে শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।নিহত মহিউদ্দিনের মেঝ ছেলে জাহিদ হাসান জানান,‘রোববার (১৭ মার্চ) আমার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চায়, কিন্তু তিনি টাকা না দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জনি ইট দিয়ে আমার বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করি। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়িতে নিয়ে এলে গতকাল গভীর রাতে বাবা মারা যান।
1 month, 2 weeks
2 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week
3 months, 1 week